Vol. 7, Issue 1, Part D (2021)
জৈন নীতিবিদ্যার প্রেক্ষিতে করোনাভাইরাস মোকাবেলা
জৈন নীতিবিদ্যার প্রেক্ষিতে করোনাভাইরাস মোকাবেলা
Author(s)
Rohit Rajak
Abstract
ভারত তথা সারাবিশ্বে যে বর্তমান ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার থেকে অর্থাৎ করোনা ভাইরাস থেকে কিভাবে নিস্তার পাওয়া যায় তার জন্য আমার মনে হয় জৈন নৈতিক নীতি অনুসরণ করে আমরা এই ভাইরাস থেকে রেহাই পেতে পারি। তার কারণ হলো জৈন নীতিবিদ্যাতে পরিবেশের প্রতি, জীবের প্রতি, এমনকি সূক্ষ্ম জীবের প্রতিও জৈন নীতিশাস্ত্রে প্রেম ভালোবাসার কথা বলা হয়েছে। জৈনগণ মনে করেন জীবাণুর মধ্যেও জীবন আছে এবং সেই জীবন হত্যা করার কোন অধিকার আমাদের নেই। শ্বাস-প্রশ্বাস গ্রহণ করার সময় কোন সূক্ষ্ম জীবও যেন মারা না যায় তার জন্য জৈন শ্রমনগণ মুখের উপর একটি সাদা কাপড়ের টুকরো ব্যবহার করেন। যেটাকে জৈনগণ মুহাপট্টি বলেন। যেটাকে আমরা বর্তমান সময়ের মাক্স বলতে পারি। তাই আমি এই পত্রিকায় এটাই দেখানোর চেষ্টা করেছি যে আমরা যদি জৈন নীতিবিদ্যার নির্দেশগুলি অর্থাৎ ব্রত গুলি মেনে চলতে পারি তাহলে আমরা শুধুমাত্র করোনাভাইরাস থেকে নয় বরং ভবিষ্যতে যেকোনো পরিস্থিতি থেকে মোকাবেলা করতে পারবো।১
How to cite this article:
Rohit Rajak. জৈন নীতিবিদ্যার প্রেক্ষিতে করোনাভাইরাস মোকাবেলা. Int J Appl Res 2021;7(1):258-261.