Vol. 7, Issue 2, Part F (2021)
জাতীয়তাবাদ : সাম্প্রতিক বিতর্ক
জাতীয়তাবাদ : সাম্প্রতিক বিতর্ক
Author(s)
অমলেশ কুমার প্রধান
Abstract
জাতীয়তাবাদ একটি বহুমাত্রিক ধারণা এবং এটি গঠিত হয় বহুমাত্রিক উপাদান নিয়ে। কখনও সামাজিক, কখনও অর্থনৈতিক আবার কখনও রাজনৈতিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটা জাতি দেশের প্রতি আবেগ, অনুভূতি, মমত্ববোধে উদ্বুদ্ধ হয় তখন তাকে জাতীয়তাবাদ বলে। পশ্চিম ইউরোপকে জাতীয়তাবাদের জন্মভূমি বলা হয়। কারণ ইউরোপে ষোড়শ শতক থেকে সপ্তদশ শতকের মধ্যে চরমপন্থী রাজতন্ত্র সুসংহত রূপ লাভ করে। অধ্যাপক মুরের মতো অনেকেই মনে করেন জাতীয়তাবাদী চেতনার প্রথম প্রকাশ ঘটে ইংল্যান্ডে। ফ্রান্সকে অধিকার করার উদ্দেশ্যে ব্রিটিশ শক্তির উদ্যোগের প্রেক্ষিতে পঞ্চদশ শতাব্দীতে ফ্রান্সেও জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ঘটে। ব্রিটিশ আমলে ভারতে জাতীয়তাবাদ গড়ে ওঠে। বস্তুত আঞ্চলিক স্তরে জাতীয়তাবাদ বিকশিত হলেও সংঘটিত আন্দোলন হিসেবে ভারতীয় জাতীয়তাবাদ উনিশ শতকের শেষ দশকে বিকশিত হয়।
How to cite this article:
অমলেশ কুমার প্রধান. জাতীয়তাবাদ : সাম্প্রতিক বিতর্ক. Int J Appl Res 2021;7(2):352-354.