Contact: +91-9711224068
International Journal of Applied Research
  • Multidisciplinary Journal
  • Printed Journal
  • Indexed Journal
  • Refereed Journal
  • Peer Reviewed Journal

ISSN Print: 2394-7500, ISSN Online: 2394-5869, CODEN: IJARPF

g-index: 90

Vol. 10, Issue 1, Part B (2024)

লোকপাল বিল ও আইন: অতীত ও বর্তমানের প্রেক্ষাপটে পর্যালোচনা

লোকপাল বিল ও আইন: অতীত ও বর্তমানের প্রেক্ষাপটে পর্যালোচনা

Author(s)
ড. মোনালিসা ভট্টাচার্য্য
Abstract

দুর্নীতি সমগ্র বিশ্বকে জর্জরিত করে
রেখেছে এবং তাদের ক্রমবৃদ্ধির জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে বিশ্বের জনসমাজ । এটি
লক্ষ্য করা গেছে যে দুর্নীতির সর্বব্যাপী উপস্থিতি প্রতিবন্ধকতা সৃষ্টি করে শুধু
সামাজিক ক্ষেত্রকেই নয় এবং দেশের অর্থনীতি ও জনগণের সুস্থ জীবনযাপনের সম্ভাবনাকে
বাধাগ্রস্ত করে তোলে। দীর্ঘদিন ধরে ভারতবর্ষে দুর্নীতি ও তৎপ্রসূতঅপশাসন বারবার দেশের উন্নয়নকে বাধাপ্রাপ্ত ও দুর্বল
করে তুলেছে বলে প্রমাণিত হয়েছে। ভারতে জনজীবনে ক্রমবর্ধমান দুর্নীতি 1960 এর
দশকের শুরু থেকে ক্রমবর্ধমান উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রশাসনিক সংস্কার
কমিশন 1966 সালে লোকপাল প্রতিষ্ঠানের নিয়োগের সুপারিশ করেছিল। তারপর থেকে, 1968,
1971, 1977, 1985, 1989, 1996, 1998 এবং 2001 সালে সংসদে বেশ কয়েকটি ক্ষেত্রে
লোকপাল আইন চালু করা হয়েছিল। আন্না হাজারের নেতৃত্বে আন্দোলন 2011 সালে ভারত
সরকারকে ‘লোকপাল’ আইন প্রবর্তনের বিষয়ে গুরুত্ব সহকারে ভাবতে বাধ্য করেছিল।
অবশেষে, লোকপাল এবং লোকায়ুক্ত আইন 2013, পাশ হয়। বিলটি 1লা জানুয়ারী 2014-এ
মহামান্য রাষ্ট্রপতির সম্মতি প্রাপ্ত হয়েছিল এবং একই দিনে লোকপাল এবং লোকায়ুক্ত
আইন, 2013 (এর নং 01) হিসাবে বিজ্ঞাপিত হয়েছিল 2014। আইনটি 16ই জানুয়ারী, 2014 এ
কার্যকর হয়েছিল এবং এটির বিজ্ঞপ্তির পর থেকে 2016 সালে একবার সংশোধন করা হয়েছে।
দুর্নীতি মোকাবেলা করার ক্ষেত্রে যদিও এর সাফল্য খুবই সীমিত। বর্তমান গবেষণা
নিবন্ধে ভারতের দুর্নীতিবিরোধী কর্তৃপক্ষের সাথে তাদের ঐতিহাসিক বিবর্তন,
বৈশিষ্ট্য এবং লোকাপালের কাজ ও সীমাবদ্ধতা সম্পর্কে আলোচনা করা হবে।

Pages: 84-91  |  351 Views  145 Downloads


International Journal of Applied Research
How to cite this article:
ড. মোনালিসা ভট্টাচার্য্য. লোকপাল বিল ও আইন: অতীত ও বর্তমানের প্রেক্ষাপটে পর্যালোচনা. Int J Appl Res 2024;10(1):84-91. DOI: 10.22271/allresearch.2024.v10.i1b.11480
Call for book chapter
International Journal of Applied Research
Journals List Click Here Research Journals Research Journals