Vol. 10, Issue 8, Part B (2024)
(সতীনাথ ভাদুড়ীর আখ্যানে ব্যবহৃত ব্যতিক্রমী রচনাশৈলী)
(সতীনাথ ভাদুড়ীর আখ্যানে ব্যবহৃত ব্যতিক্রমী রচনাশৈলী)
Author(s)
Broti Gayen
Abstract
সতীনাথ ভাদুড়ী (১৯০৬-১৯৬৫) এমন একজন বাঙালি লেখক যিনি বাংলা ভাষায় গল্প-উপন্যাস লেখা সত্ত্বেও বাঙালির পরিচিত আবহের বাইরে রয়ে গেছেন। তাঁর প্রথম উপন্যাস জাগরী । আর সবচেয়ে চর্চিত উপন্যাস ঢোঁড়াইচরিতমানস । এই দুটো আখ্যানধর্মী দীর্ঘ উপন্যাস সমকালীন রাজনৈতিক প্রেক্ষাপটকে তুলে ধরে বহুস্বর সমৃদ্ধ স্তরান্বিত বয়ানে। এই বয়ান পেশ করার জন্য তিনি ব্যবহার করেন বিশেষ ধরনের কথনশৈলী, যাকে শৈলীবিজ্ঞানের পরিভাষায় বলা যায় free indirect speech। এই ধরনের পদ্ধতির সাহায্যে তিনি রাজনৈতিক সময় আর তার সঙ্গে সংলগ্ন মানুষের কথা সহজেই প্রকাশ করেন। ক্রিয়াপদ আর বাক্যের গঠনে লক্ষ করা যায় নৈর্ব্যক্তিক কথনভঙ্গি। যতিচিহ্ন ব্যবহারের ক্ষেত্রেও তাঁর ভিন্নমুখী চিন্তার পরিচয় পাওয়া যায়। মানসিক ভাব ও উচ্ছ্বাস প্রকাশের ক্ষেত্রে তিনি আলাদা আলাদা যতিচিহ্নের কথা ভেবেছেন। গল্প ও উপন্যাসের স্থান ও চরিত্র নাম নির্বাচনেও স্বাতন্ত্রের ছাপ স্পষ্ট। কোনো বিশেষ বর্ণনাকৌশলের প্রতি কোনো দুর্বলতা নেই। যেমনটা শরৎচন্দ্র বা বঙ্কিমচন্দ্রের ক্ষেত্রে করা যায়। তিনি বাঙালি হয়েও বিষয় ও কথনশৈলীর উপস্থাপনে ব্যতিক্রমী।