Contact: +91-9711224068
International Journal of Applied Research
  • Multidisciplinary Journal
  • Printed Journal
  • Indexed Journal
  • Refereed Journal
  • Peer Reviewed Journal

ISSN Print: 2394-7500, ISSN Online: 2394-5869, CODEN: IJARPF

IMPACT FACTOR (RJIF): 8.4

Vol. 6, Issue 10, Part O (2020)

কালিদাসের নাট্যরচনায় শিশু মনস্তত্ত্বের প্রতিফলন – এক সমীক্ষা

কালিদাসের নাট্যরচনায় শিশু মনস্তত্ত্বের প্রতিফলন – এক সমীক্ষা

Author(s)
Indrajit Pramanik
Abstract
সংস্কৃত সাহিত্যের জগতে এক উজ্জ্বল নক্ষত্র হলেন মহাকবি কালিদাস। কালিদাস মূলতঃ কবি হলেও নাট্যরচনাতেও তাঁর কৃতিত্ব অবিসংবাদিত। কালিদাসের নাট্যপ্রতিভা বিভিন্ন নাটকীয় চরিত্রের উপস্থাপণার মাধ্যমে চরম বিকাশ লাভ করেছে । নাটকীয় চরিত্র চিত্রণে তিনি এক অভিনব দক্ষতার পরিচয় দিয়েছেন। তাঁর অঙ্কিত প্রতিটি চরিত্র এক একটি বিশেষ শ্রেণীভূক্ত হয়েও আপন আপন বৈশিষ্ট্যে সমুজ্জ্বল। চরিত্রগুলি নাট্যশাস্ত্রের বাধা ছকে চালিত হয়নি। মহাকবির অঙ্কিত নায়ক নায়িকা এবং অন্যান্য পার্শ্বচরিত্রের ন্যায় শিশুচরিত্রও হৃদয়গ্রাহী এবং অনিন্দ্যসুন্দর। যদিও কবির ব্যক্তিগত জীবনেতিহাস রহস্যাবৃত তথাপি তাঁর রচনা পাঠকরে মনে হয়েছে বিবাহিত জীবন এবং শিশুচিরিত্র রূপায়ণে তিনি নানাভাবে ব্যক্তিগত অভিজ্ঞতার সাহায্য গ্রহন করেছেন। শিশুকে তিনি চিত্রিত করেছেন আন্তরিক অকৃত্রিম অপত্য স্নেহে অভিষিক্ত করে এবং স্নেহপ্রবন পিতৃহৃদয়ের মত কবির হৃদয়ও শিশুর গাত্রস্পর্শে অশেষ আনন্দ অনুভব করেছে। তাই আমরা কৌতুহলের সাথে লক্ষ্য করি যে, মহাকবি তাঁর প্রতিটি কাব্যে ও নাটকে নায়ক-নায়িকার প্রণয়কে সন্তানের জন্মের দ্বারা সার্থক করে তুলতে প্রয়াসী হয়েছেন। তিনি শিশু চরিত্র অঙ্কনে শুধু অভিনয়, সংলাপ, নাটকীয় রস বোধ কিংবা অলংকরণ সৃষ্টিতে নয়, সেই সঙ্গে শিশুমনস্তত্ত্বের প্রতিচ্ছবিও তুলে ধরেছেন যার ফলস্বরূপ চরিত্রগুলি আরও সজীবতা ও স্বাভাবিকতা বলে প্রতিভাত হয়েছে। অভিজ্ঞানশকুন্তল নাটকের কথাই ধরা যাক, সর্বদমনের সিংহ শিশুর কেশর আকর্ষণ পূর্বক উৎপীড়ন ও তার দাঁত গুণতে চাওয়ার মধ্য দিয়ে কালিদাসের শিশুমনস্তত্ত্বের প্রতিচ্ছবিটি প্রস্ফুটিত হয়েছে। মারীচ আশ্রমের মত প্রশান্ত পরিবেশে লালিত পালিত হয়েও শিশু সর্বদমন শান্ত মুনি ঋষিদের স্বভাব অনুকরণ করেনি। সিংহ শাবকের কেশর আকর্ষণ পূর্বক সে আশ্রমের শান্ত স্নিগ্ধ পরিবেশকে অশান্ত ও মুখরিত করে তুলেছে এবং আশ্রমের তাপস-তাপসীদের অবাধ্য হয়েছে। বিক্রমোর্ব্বশীয় নাটকে শিশুচরিত্র আয়ুর মধ্যেও আমরা প্রায় একই ঘটনার পুনরাবৃত্তি লক্ষ্য করি। চ্যবনমুনির আশ্রমে কুমার আয়ু একদিন শিশুসুলভ কৌতূহল মিশ্রিত চাপল্য বশতঃ একটি শকুনকে শরবিদ্ধ করে আশ্রমের বিরুদ্ধচারণ করে বসে। পরিণামে শাস্তি স্বরূপ আশ্রম থেকে তাকে বিতাড়িত পর্যন্ত হতে হয়েছে। সর্বদমন বা আয়ুর এই ঘটনা গুলি আপাতদৃষ্টিতে আশ্রমের বিরুদ্ধাচরণ হলেও মহাকবির দৃষ্টিতে তা কখনই শিশুসুলভ আচরণের ব্যতিক্রম ঘটেনি। আর এখানেই কালিদাসের শিশুমনস্তত্ত্বের স্বাক্ষর মেলে।
Pages: 979-983  |  322 Views  7 Downloads
download (1083KB)
How to cite this article:
Indrajit Pramanik. কালিদাসের নাট্যরচনায় শিশু মনস্তত্ত্বের প্রতিফলন – এক সমীক্ষা. Int J Appl Res 2020;6(10):979-983.
Related Journals
Related Journal Subscription
Important Publications Links
International Journal of Applied Research

International Journal of Applied Research

Call for book chapter
International Journal of Applied Research