Vol. 7, Issue 2, Part B (2021)
ভারতে সরকারি বেসরকারি অংশীদারিত্ব : ভাবনা ও সম্ভাবনা
ভারতে সরকারি বেসরকারি অংশীদারিত্ব : ভাবনা ও সম্ভাবনা
Author(s)
অরুণ কুমার সিংহ
Abstract
বর্তমান দিনে সরকারকে উন্নত নাগরিক পরিষেবা দিতে গিয়ে নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে । যেমন কাজে দীর্ঘসূত্রিতা, দক্ষ প্রযুক্তিবিদ্যর অভাব, সর্বোপরি পর্যাপ্ত আর্থিক সংস্থানের স্বল্পতা । যা সরকারের কাছে স্বপ্ন পূরণের পথে একটা বড় প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে । আর এই অবস্থা থেকে মুক্তি লাভের একমাত্র পথ হলো বেসরকারি সংস্থাগুলোকে সাথে নিয়ে পথ চলা । ফলে গড়ে উঠেছে Risk sharing between public sector and private sector এর মানসিকতা । যেখানে সরকার একদিকে যেমন উন্নত নাগরিক পরিষেবা দিতে পারছে দক্ষতার সাথে, ঠিক অপরদিকে বেসরকারি সংস্থাগুলো ভারতীয় সুলভ শ্রম শক্তির বাজারকে কাজে লাগিয়ে গড়ে তুলছে উন্নত মুনাফার পাহাড়, সরকারি ছত্রছায়ায় থেকে । আর এই সরকারি বেসরকারি অংশীদারিত্বের গাঁট বন্ধনকে আরো শক্তিশালী করার জন্য সরকার গড়ে তুলেছে : পিপিপি সেল, ইন্ডিয়া ইনফ্রাস্ট্রাকচার ফিনান্স কোম্পানি লিমিটেড, পিপিপি টুলকিট । রাষ্ট্রায়ত্ত ব্যাংক গুলোকেও সরকার এই বিষয়ে এগিয়ে আসতে অনুরোধ করেছে । যার ফলে জিন্দাল তমন্নার তাপবিদ্যুৎ কেন্দ্র, কৃষ্ণপট্টনম আল্ট্রা মেগা বিদ্যুৎ প্রকল্পের ন্যায় উন্নত বিদ্যুৎ প্রকল্প গড়ে উঠেছে । স্বাভাবিকভাবেই ভারতবর্য হয়ে উঠেছে সরকারি বেসরকারি অংশীদারিত্বের এক বিরাট সম্ভাবনাময় প্রাঙ্গণ । সেইসঙ্গে সরকারের এই বিষয়ে উন্নত ভাবনা শুধু ভারতীয় বিনিয়োগকারীদের নয়, বিদেশী বিনিয়োগকারীদের কাছে ভারত বর্ষ হয়ে উঠেছে বিনিয়োগের অন্যতম কেন্দ্র ।
How to cite this article:
অরুণ কুমার সিংহ. ভারতে সরকারি বেসরকারি অংশীদারিত্ব : ভাবনা ও সম্ভাবনা. Int J Appl Res 2021;7(2):78-81.